মৃত আবুল হোসেন হিজলা উপজেলার কাউরিয়ার পূর্ব কোড়ালিয়া এলাকার বাসিন্দা ও ঢাকার হোটেল ব্যবসায়ী।
মৃতের ভাই আবুল কাসেম বাংলানিউজকে জানান, ঢাকা যাওয়ার উদ্দেশে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিজলা থানার ঘাটে (দূর্গাপূর লঞ্চ ঘাট) যান আবুল হোসেন।
কিন্তু লঞ্চটি নোঙর করার আগেই সবাই লঞ্চে ওঠার চেষ্টা করেন। এসময় মানুষের ভিড় ও ঠেলাঠেলিতে আবুল হোসেন লঞ্চ ও টার্মিনালের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে স্বজনরা ময়নাতদন্ত না করাতে চাওয়া মরদেহ তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পাদন করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এমএস/আরএ