ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুদ্রণ সমিতির সাবেক ভাইস চেয়ারম্যানের ইন্তেকাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
মুদ্রণ সমিতির সাবেক ভাইস চেয়ারম্যানের ইন্তেকাল আলহাজ শামসুল হক মোল্লা, ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ শামসুল হক মোল্লা (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। তিনি দুই পুত্র ও ছয় কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম শামসুল হক মোল্লা বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ছিলেন। কুমিল্লার পপুলাল প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারীও ছিলেন তিনি।

তার মৃত্যুতে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান তোফায়েল খান ও সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
আরআর/টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।