ক্যাম্পেইনের উদ্বোধন করেন কর্নেল মো. আব্দুল বাকী। এসময় উপস্থিত ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল পলাশ কুমার ভট্টাচার্য্য, মেজর মো. আবু জাফর মোসা, মেজর মো. মোশফেকুজ্জামান খান ও মেজর মো. আসাদুজ্জামান চৌধুরী প্রমুখ।
ক্যাম্পেইনে স্বাগত বক্তব্য রাখেন-তোফাজ্জল হোসেন অধ্যক্ষ আলহাজ্ব আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ধামরাই সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান প্রমুখ।
ক্যাম্পেইন ব্যবস্থাপনায় সেনাবাহিনী সাভার অঞ্চল ও সহযোগিতায় প্রাণিসম্পদ অফিস।
কর্নেল মো. আব্দুল বাকী বাংলানিউজকে জানান, ক্যাম্পেইনে বিনামূল্যে কৃমিনাশক, ভিটামিন, মিনারেল ও অন্যান্য চিকিৎসাসহ ৫১৫টি গরু, ৭০টি মহিষ, ৮০০টি ছাগল, ২৫০টি ভেড়া এবং ১৮০০টি হাঁস-মুরগির চিকিৎসা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
আরবি/আরএ