বুধবার (১১ জানুয়ারি) বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।
সাজাপ্রাপ্ত তিনজনের মধ্যে গ্রামীণ ব্যাংক রায়পাশা শাখার সাবেক শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন ও একই শাখার সাবেক কর্মকর্তা শাহআলম পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী হারুনর রশীদ।
আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্তরা পরষ্পর যোগসাজশে ২০১০ সালের ২৯ জুলাই থেকে ২০১১ সালের ৬ জুলাই পর্যন্ত ৬ জন গ্রাহকের ২ লাখ ৯৭ হাজার ৫৮৪ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী কাজী ২০১৩ সালের ২৪ নভেম্বর একটি মামলা দায়ের করেন।
দুদকের উপ সহকারী পরিচালক নাজিম উদ্দিন ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এমএস/আরএ