ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
বরিশালে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন বরিশালে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

বরিশাল: বরিশাল নগরীর নথুল্লবাদ পোল এলাকায় অগ্নিকাণ্ডে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে ও একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন।

বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন ‍বাংলানিউজকে জানান, নথুল্লাবাদ ব্রিজ সংলগ্ন মো. শাহ্ আলমের খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের রফিকের কম্পিউটারের দোকানে।

স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এমএস/এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।