বুধবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের চর ফুলবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি চর ফুলবাড়ী গ্রামের মৃত শাহাজুদ্দিনের ছেলে।
রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) রফিক বাংলানিউজকে জানান, হারুন মামলার এজাহারভুক্ত সাত নম্বর আসামি। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, রোববার (০৮ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক সীমানা পিলারের ১০৬৫ কাছে গরু চড়ানোকে কেন্দ্র করে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষ হয়। এ সময় দুই বিজিবি সদস্য ও স্থানীয় দুইজন আহত হন।
পরে আহত বিজিবি সদস্য কার্জেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে রৌমারী থানায় মামলা করেন।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এজি/এসআই