ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রাথমিকভাবে দোষ স্বীকার করেননি কল্যাণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
প্রাথমিকভাবে দোষ স্বীকার করেননি কল্যাণ

ঢাকা: ফটোসাংবাদিক জিয়া ইসলামকে গাড়িচাপা দিয়ে আহত করার ঘটনায় গ্রেফতার অভিনেতা ও মডেল কল্যাণ কোরাইয়া প্রাথমিকভাবে নিজের দোষ স্বীকার করেননি।

সোমবার (০৯ জানুয়ারি) রাতে প্রাইভেটকারের ধাক্কায় প্রথম আলোর প্রধান ফটোসাংবাদিক জিয়া ইসলাম গুরুতর আহত হন। বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পর সন্দেহভাজন হিসেবে কল্যাণকে মনিপুরিপাড়ার নিজ বাসা থেকে আটক করে কলাবাগান থানা পুলিশ। ওই রাতেই প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব.) সাজ্জাদুল কবীর বাদী হয়ে কল্যাণের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (১০ জানুয়ারি) অভিযোগ পাওয়ার পর কল্যাণকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রাতে মামলা হওয়ার পর তাকে গ্রেফতার দেখানো হয়। কিন্তু তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তবে মামলার এজাহারে বাদীপক্ষের কাছে তিনি দোষ স্বীকার করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, সোমবার রাতে বসুন্ধরা শপিংমলের সামনের সড়কে বেপরোয়া গতির একটি গাড়ি জিয়ার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। সেখানে থাকা আরও কয়েকজন সাংবাদিক গাড়িটি থামানোর চেষ্টা করেন। কিন্তু গাড়িটি সামনে-পেছনের লাইট বন্ধ করে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এ কারণে কেউ গাড়িটির নম্বরপ্লেট দেখতে পারেনি। পরে দুই জন সাংবাদিক গুরুতর আহত অবস্থায় জিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। এরপর রাত দেড়টার দিকে কল্যাণ কোরাইয়া হাসপাতালে জিয়াকে দেখতে যান। সেখানে উপস্থিত কয়েকজন সাংবাদিককে কল্যাণ বলেন, তার গাড়ির মাধ্যমে দুর্ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত খান বাংলানিউজকে জানান, কল্যাণ পুলিশের কাছে তার দোষ স্বীকার করেননি। কোনো আসামি প্রাথমিকভাবে নিজের দোষ স্বীকার করেন না, কল্যাণও করেননি।

এদিকে, বুধবার দুপুরে কলাবাগান থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক খান কল্যাণকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, জনুয়ারি ১১, ২০১৬
পিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।