বুধবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত লিলি গত ছয় বছর ধরে স্বপরিবারে ইতালিতে বাস করে আসছিলেন।
নিহতের স্বামী ইমান আলী বাংলানিউজকে জানান, ২০০৯ সালে শ্বশুর বাড়ির একজন আত্মীয়র কাছ থেকে আট শতাংশ জমি কিনেন। এরপর থেকে লিলির ভাতিজা সুমন জমি ফেরত দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন।
বুধবার সন্ধ্যায় লিলি তার বাবার বাড়িতে যাওয়ার সময় ভাতিজা সুমন ও মিরাজ ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে জানান, লিলির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
আরআইএস