ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে শেষ হলো উন্নয়ন মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
রাজশাহীতে শেষ হলো উন্নয়ন মেলা পুরস্কার বিতরণ করেছেন অতিথিরা/ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শেষ হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের মেলায় অংশগ্রহণকারী ৭৮টি স্টলের মধ্যে প্রথম হয়েছে রাজশাহী কলেজ, দ্বিতীয় হয়েছে যৌথভাবে বাংলাদেশ ভূমি ব্যবস্থাপনা এবং পাট ও রেশম উন্নয়ন সংস্থা। তৃতীয় হয়েছে যৌথভাবে কৃষি সম্প্রসারণ অধিদফতর ও ক্ষুদ্র কুটির শিল্প।

৩ দিনব্যাপী উন্নয়ন মেলায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান।

রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি এম খুরশিদ হোসেন, মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ হবিবুর রহমান।

প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন অতিথিরা।
 
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । এতে রাজশাহী ঐতিহ্যবাহী গম্ভীরা ও বিভিন্ন ধরনের গান পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এসএস/জিপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।