বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। গত ১ জানুয়ারি বিকেলে চিকিৎসক সুমনকে মাগুরা শহরের বাসভবনের কাছ থেকে অপহরণ করা হয়।
বক্তারা সুমনকে নিখোঁজ করা, হত্যার প্রকৃত কারণ উদঘাটন করাসহ এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার শুরুর দাবি জানান। সুমন শিকদারের পরিবারকেও নিরাপত্তা দেওয়ার দাবি করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাগুরা জেলা সমিতির সভাপতি প্রকৌশলী নুরুজ্জামান, সাধারণ সম্পাদক শরীফ এ হাসান মোহন, বৃহত্তর যশোর সমিতির সাধারণ সম্পাদক কাজী রফিকুল ইসলাম, নাসিরুল ইসলাম, খান জাকির হোসেন, আলতাফ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এসএস/এএটি/আইএ