ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চিকিৎসক সুমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
 চিকিৎসক সুমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ঢাকা: মাগুরার তরুণ চিকিৎসক সুমন শিকদারের হত্যাকারীদের বিচার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন মাগুরা জেলা সমিতির সদস্যরা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। গত ১ জানুয়ারি বিকেলে চিকিৎসক সুমনকে মাগুরা শহরের বাসভবনের কাছ থেকে অপহরণ করা হয়।

এরপর ২ জানুয়ারি ঢাকার শাহবাগ আজিজ সুপার মার্কেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বক্তারা সুমনকে নিখোঁজ করা, হত্যার প্রকৃত কারণ উদঘাটন করাসহ এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার শুরুর দাবি জানান। সুমন শিকদারের পরিবারকেও নিরাপত্তা দেওয়ার দাবি করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাগুরা জেলা সমিতির সভাপতি প্রকৌশলী নুরুজ্জামান, সাধারণ সম্পাদক শরীফ এ হাসান মোহন, বৃহত্তর যশোর সমিতির সাধারণ সম্পাদক কাজী রফিকুল ইসলাম, নাসিরুল ইসলাম, খান জাকির হোসেন, আলতাফ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭

এসএস/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।