ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আ’লীগ-যুবদলের নিখোঁজ ৪ নেতার সন্ধান দাবিতে অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
আ’লীগ-যুবদলের নিখোঁজ ৪ নেতার সন্ধান দাবিতে অবরোধ আ’লীগ-যুবদলের নিখোঁজ ৪ নেতার সন্ধান দাবিতে অবরোধ

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও যুবদলের নিখোঁজ চার নেতার সন্ধান দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর ১২টা থেকে প্রিন্সি মুক্তি পরিষদের ব্যানারে উপজেলার নলডাঙ্গা বাজারে এ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

এদিকে, অবরোধ কর্মসূচি চলাকালে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনটি নলডাঙ্গা রেল স্টেশনে ২০ মিনিট আটকা থাকে।

এছাড়া নলডাঙ্গা-সাদুল্যাপুর সড়কের ডাকবাংলা এলাকার পাকা সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তায় ব্যারিকেট সৃষ্টি করে বিক্ষোভকারীরা। এতে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধের খবর পেয়ে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান বিপ্লব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্মসূচি অব্যাহত ছিল।

উল্লেখ্য, সোমবার (৯ জানুয়ারি) রাত ১১টার দিকে সাদুল্যাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ৩ দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনোয়ারুল হাসান জীম মণ্ডল দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুল ইসলাম সাদেককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে নলডাঙ্গা যাচ্ছিলেন। এরপর থেকে তারা নিখোঁজ হন।

পরদিন মঙ্গলবার সকাল ১১টার দিকে রেলগেট ও কাচারিবাজার এলাকা থেকে নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুল ইসলাম প্রিন্স ও নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শাপলাকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে মোটরসাইকেলসহ তুলে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।