সড়ক দুর্ঘটনা রোধ ও মহানগরীর যানজট নিরসন কল্পে বৃহস্পতিবার (১২ জানুয়ারি ) দুপুরে মহানগরীর পাওয়ার হাউজ মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
খুলনা উন্নয়ন ফোরাম ও নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলা শাখা যৌথভাবে এ মানববন্ধন ও সমাবেশ আয়োজন করে।
খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দনের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন নিসচা’র কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক এসএম ইকবাল হোসেন বিপ্লব।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোটের আহ্বায়ক এসএম শাহনওয়াজ আলী, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ মোশাররফ হোসেন, সু-শাসনের জন্য নাগরিক সুজনের মহানগর সভাপত্বি লোকমান হাকিম, সিপিবি’র নগর সম্পাদক মিজানুর রহমান বাবু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ মফিদুল ইসলাম, নিসচা’র জেলা সভাপতি মো. হাছিবুর রহমান হাছিব, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার, খুলনা উন্নয়ন ফোরামের মহাসচিব এমএ কাশেম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম-মহাসচিব মনিরুজ্জামান রহিম, অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এসএম সোহরাব হোসেন, আহত যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধা সমবায় সমিতির মহাসচিব মো. ইদ্রিস আলী খান, গ্লোবাল খুলনার আহ্বায়ক শাহ মামুনুর রহমান তুহিন, বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক এসএম মাহবুবুর রহমান খোকন, জোবায়দা আক্তার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ হেল কাফী, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, নিসচার মো. সেলিম খান, ডিএম খাইরুল ইসলাম খান জনি।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে পরিকল্পিত নগরী গড়তে খুলনার সড়কগুলো সংস্কার ও পরিকল্পিতভাবে নির্মাণের আহ্বান জানিয়ে বলেন, বর্তমানে অপরিকল্পিত পরিবহন চলাচল করায় ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। যার ফলে নগরবাসী চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এ বিষয় কর্তৃপক্ষ কোনো ভূমিকা রাখতে পারছে না।
তারা বলেন, ভবিষৎ প্রজন্মের জন্য বাসযোগ্য নগর করতে হবে। খুলনার রেলস্টেশন বর্তমান ব্যবস্থায় সড়ক দুর্ঘটনা এবং তীব্র যানজটের কারণ হবে।
এজন্য আধুনিক রেলস্টেশন নির্মাণের সঙ্গে সঙ্গে সংযুক্ত সড়কগুলো বর্ধিত করা প্রয়োজন বলে মনে করেন বক্তারা।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এমআরএম/জিপি/আরআই