ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে চালু হচ্ছে নতুন ফেরিঘাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে চালু হচ্ছে নতুন ফেরিঘাট

মুন্সীগঞ্জ: শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নতুন ফরিঘাট চালু হচ্ছে ১৫ জানুয়ারি। আর এই রুট চালু হলে পদ্মার দুই পাড়ের দুরুত্ব কমে যাবে প্রায় সাত কিলোমিটার। ফলে সময় ও খরচ দু’টোই বাঁচবে যাত্রীদের।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে 'কুমিল্লা' নামে কে টাইপ একটি ফেরি উদ্বোধনের সময় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এই কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, শীতকালে কুয়াশায় এই পথের যাত্রীদের দুর্ভোগ বেড়ে যায়।

যাত্রীদের দুর্ভোগ কমাতে এরই মধ্যে দু’টি ফেরিতে রাডার স্থাপন করা হয়েছে। যা পর্যায়ক্রমে আরো বাড়ানো হবে।

ফেরি ‘কুমিল্লা’ উদ্বোধনের আগে এক সুধী সমাবেশে বক্তৃতায় মন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।