অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ১৯৬০ সালের ১ অক্টোবর আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বিমা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ কারণে দিনটিকে বিমা দিবস করতে মন্ত্রণালয়ে আবেদন জানায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআই) এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
বিমা সংশ্লিষ্টরা বলছেন, বিমা শিল্প সর্ম্পকে সাধারণ মানুষের এখনো নেতিবাচক ধারণা রয়েছে। ধারণা পরিবর্তন ও জনসচেতনতা গড়তে বিমা মেলার পাশাপাশি বিমা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে মানুষ বিমা সর্ম্পকে ভালোভাবে জানতে পারার পাশাপাশি সচেতনও হতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এমএফআই/এএসআর