ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিশ্ব ইজতেমার সব প্রস্তুতি সম্পন্ন (ফটোস্টোরি)

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
বিশ্ব ইজতেমার সব প্রস্তুতি সম্পন্ন (ফটোস্টোরি) দূর থেকে ইজতেমা প্রাঙ্গণ। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: টঙ্গীর তুরাগ তীরে চলছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহৎ সম্মেলন বিশ্ব ইজতেমা ৫২তম এ ইজতেমায় এরইমধ্যে যোগ দিয়েছেন দেশ-বিদেশের মুসল্লিরা।  শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী ইজতেমা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীও।

এ পর্যায়ে ছবিতে দেখে নেওয়া যাক বিশ্ব ইজতেমার বৃহস্পতিবারের (১২ জানুয়ারি) চিত্র। ছবি: জিএম মুজিবুরইজতেমার নিরাপত্তায় কড়া ও সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পোশাকধারী বিভিন্ন বাহিনীর সদস্যদের পাশাপাশি নিরাপত্তায় কাজ করছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও।
ছবি: জিএম মুজিবুর ইজতেমার মূল ময়দান ঘেঁষে চলছে রান্না।  
ছবি: জিএম মুজিবুরনামাজের আগে ইজতেমার মূল ময়দান ঘেঁষে চলছে মুসল্লিদের গোসল।  
ছবি: জিএম মুজিবুরনিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে আকাশে হেলিকপ্টার দিয়ে টহল দিচ্ছে এলিট ফোর্স ৠাব।  
ছবি: জিএম মুজিবুরইজতেমা ময়দানে প্রবেশের পর খিত্তার খোঁজে মুসল্লিরা।
ছবি: জিএম মুজিবুরদূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে সতর্ক নজরদারি রাখছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জানুয়া ১২, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।