বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তাকে মিরপুর থানা থেকে খুলনা ডিআইজির কার্যালয়ে প্রত্যাহার করা হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম বাংলানিউজকে জানান, বুধবার দুপুরে মিরপুর উপজেলার আমবাড়ীয়ায় আওয়ামী লীগ নেতা সাবুকে হত্যা করে দুর্বৃত্তরা।
এদিকে, স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে জাসদ গণবাহিনীর সন্ত্রাসীরা উপজেলার আমবাড়ীয়া গোরস্থানের সামনে আওয়ামী লীগ নেতা সাবুকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
এরপর থেকে মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহম্মেদের প্রত্যাহারের দাবিতে উপজেলা আওয়ামী লীগের নেতারা বিক্ষোভ সমাবেশসহ হরতালের ডাক দেন।
সাবু হত্যার পরে বিক্ষুব্ধ জনগণ উপজেলা জাসদের সহ সভাপতি মশিউর রহমান মিলনের বাড়ি ও জাসদ কার্যালয়ে হামলা চালায়।
সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমবাড়ীয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
আরবি/এসআই