ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আওয়ামী লীগ নেতা খুন: কুষ্টিয়ার মিরপুর থানার ওসি প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
আওয়ামী লীগ নেতা খুন: কুষ্টিয়ার মিরপুর থানার ওসি প্রত্যাহার

কুষ্টিয়া: আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান সাবু হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহম্মেদকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তাকে মিরপুর থানা থেকে খুলনা ডিআইজির কার্যালয়ে প্রত্যাহার করা হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম বাংলানিউজকে জানান, বুধবার দুপুরে মিরপুর উপজেলার আমবাড়ীয়ায় আওয়ামী লীগ নেতা সাবুকে হত্যা করে দুর্বৃত্তরা।

এর জের ধরে ঘটে যাওয়া সহিংসতা সামাল দিতে না পারায় তাকে মিরপুর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

এদিকে, স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে জাসদ গণবাহিনীর সন্ত্রাসীরা উপজেলার আমবাড়ীয়া গোরস্থানের সামনে আওয়ামী লীগ নেতা সাবুকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

এরপর থেকে মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহম্মেদের প্রত্যাহারের দাবিতে উপজেলা আওয়ামী লীগের নেতারা বিক্ষোভ সমাবেশসহ হরতালের ডাক দেন।

সাবু হত্যার পরে বিক্ষুব্ধ জনগণ উপজেলা জাসদের সহ সভাপতি মশিউর রহমান মিলনের বাড়ি ও জাসদ কার্যালয়ে হামলা চালায়।

সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমবাড়ীয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।