ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে সরকারি গুদামের ৩ ট্রাক চাল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
আশুগঞ্জে সরকারি গুদামের ৩ ট্রাক চাল উদ্ধার আশুগঞ্জে সরকারি গুদামের ৩ ট্রাক চাল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারি খাদ্য গুদামের চাল ব্যক্তি মালিকানাধীন গুদামে স্থানান্তরের সময় তিন ট্রাক চালসহ তিন চালককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে চালসহ তাদের আটক করা হয়।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কমান্ডার মো. নাজমুল আরেফীন পরাগ জানান, বাহাদুরপুর গ্রামের বাহাউদ্দিনের গুদামে সরকারি চাল রাখা হচ্ছিল।

খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে চাল বোঝাই তিনটি ট্রাক ও তিন ট্রাকের চালককে অাটক করে। তবে চালের মালিক কিংবা চাল পরিবহনের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে না পেয়ে র‌্যাব সদস্যরা ট্রাকের চালক ইসমাইল মিয়া, হানিফ মিয়া এবং জয়নাল আবেদিনকে আটক করে অাশুগঞ্জ থানায় সোপর্দ করে।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ঘটনাস্থলে অাসা আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল কায়সার জানান, সরকারি চাল কীভাবে ব্যক্তি মালিকানাধীন গুদামে আনা হলো তা তদন্ত করে দেখা হবে।

ট্রাকের চালকরা ইউএনও'কে জানান, সরকারি খাদ্য গুদাম থেকে খাদ্য কর্মকর্তার নির্দেশেই তারা ট্রাকে চাল বোঝাই করেছিলেন।

তবে ট্রাক চালকদের এ অভিযোগ অস্বীকার করেছেন অাশুগঞ্জের খাদ্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তার ভাষ্য, আজ সরকারি গুদাম থেকে কোনো চাল ডেলিভারি দেওয়া হয়নি। একটি মহল চক্রান্ত করে তাকে এ ঘটনায় ফাঁসাতে চাচ্ছে।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।