বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে চালসহ তাদের আটক করা হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কমান্ডার মো. নাজমুল আরেফীন পরাগ জানান, বাহাদুরপুর গ্রামের বাহাউদ্দিনের গুদামে সরকারি চাল রাখা হচ্ছিল।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
ঘটনাস্থলে অাসা আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল কায়সার জানান, সরকারি চাল কীভাবে ব্যক্তি মালিকানাধীন গুদামে আনা হলো তা তদন্ত করে দেখা হবে।
ট্রাকের চালকরা ইউএনও'কে জানান, সরকারি খাদ্য গুদাম থেকে খাদ্য কর্মকর্তার নির্দেশেই তারা ট্রাকে চাল বোঝাই করেছিলেন।
তবে ট্রাক চালকদের এ অভিযোগ অস্বীকার করেছেন অাশুগঞ্জের খাদ্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তার ভাষ্য, আজ সরকারি গুদাম থেকে কোনো চাল ডেলিভারি দেওয়া হয়নি। একটি মহল চক্রান্ত করে তাকে এ ঘটনায় ফাঁসাতে চাচ্ছে।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এসআই