মাদকের পথ থেকে ফিরে আসা ২০জন নারী-পুরুষকে স্বাভাবিক জীবন-যাপনের উপযোগী উপার্জনের পথও করে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে মহানগরীর খরবোনা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে চারজন নারীকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম তাদের হাতে এসব তুলে দেন।
মো. শফিকুল ইসলাম বলেন, যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের মামলা নিজস্ব গতিতেই চলবে। তবে তারা যদি নিজেদের মাদকমুক্ত রাখতে পারেন, তবে আদালতকে বিষয়টি জানানো হবে। আদালত তখন তাদের বিষয়টি বিবেচনা করতেও পারেন।
মাদকব্যবসা বন্ধে অভিযান আরও জোরদার করা হবে। মহানগরীতে আর কাউকে মাদক ব্যবসা করতে দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হলে যেন সহজে জামিন না পায় সে ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে আরএমপির উপ-কমিশনার (পশ্চিম) একে এম নাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম, আরএমপির অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, পরিচালক মাসুদুর রহমান রিংকু, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ হবিবুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান।
ওসি শাহাদাত হোসেন খান বলেন, সম্প্রতি পুলিশের পক্ষ থেকে মাদক ব্যবসার বিরুদ্ধে ওই এলাকায় সচেতনতামূলক সভা হয়। ওই দিন এলাকার মাদক ব্যবসায়ীরা পুলিশ কমিশনারের সামনে ব্যবসা ছাড়ার অঙ্গীকার করেন। এ সময় তারা পুলিশ কমিশনারের কাছে নিজেদের পুনর্বাসনের দাবি জানান।
বোয়ালিয়া থানা পুলিশ এই অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এসএস/জিপি/জেএম