যেসব প্রতিষ্ঠান বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে সেগুলো হচ্ছে:
হামমর্দ ফ্রি মেডিকেল ক্যাম্প, যমুনা ব্যাংক ফাউন্ডেশন, ইসলামিক মিশন, ইবনে সিনা ফ্রি মেডিকেল সেন্টার, স্বাস্থ্য অধিদপ্তর, র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন, সিটি করপোরেশন ও টঙ্গী ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতিসহ আরো কয়েটি প্রতিষ্ঠান।
ফ্রি চিকিৎসা নিতে আসা মুসল্লি মো. ইমরান হোসেন জানান, যাত্রাবাড়ি থেকে বিশ্ব ইজতেমায় অংশ নিতে এসেছেন তিনি।
হামদর্দ ফ্রি মেডিকেল ক্যাম্পের পরিচালক ও হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান জানান, প্রতিবছরের মতো এবছরও হামদর্দ ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেওয়া হচ্ছে। মুসল্লিরা লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিতে আসছেন। এখানে বেশির ভাগ মুসল্লি সর্দি. কাশি, জ্বর, বাতব্যথা, বদহজম, শারিরিক দুর্বলতা, উচ্চ রক্তচাপ ও বুকজ্বালার রোগী বেশি আসছেন। যাদের বেশী সমস্যা তাদের হাসপাতালে পাঠানো হচ্ছে।
আগামী ১৫ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম ধাপ। এরপর ২০ জানুয়ারি শুক্রবার শুরু হবে দ্বিতীয় ধাপ। একই ভাবে আখেরি মোনাজাতে ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
প্রথম ধাপে বিশ্ব ইজতেমার অংশ নিচ্ছে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, বি-বাড়ীয়া, মানিকগঞ্জ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাজীপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, গোপলগঞ্জ, শরীয়তপুর, সাতীরা ও যশোর।
বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭।
আরএস/জেএম