ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে জাল টাকাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
বেনাপোল সীমান্তে জাল টাকাসহ আটক ২

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুই হাজার টাকার জাল নোটসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিনগত রাতে সীমান্তের পুটখালি সড়ক থেকে তাদের আটক কর‍া হয়।

আটক যুবকরা হলেন বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের মানকিয়া গ্রামের নূর ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৫) ও বেনাপোল পৌরসভার নারানপুর গ্রামের হারেজের ছেলে মিলন (৩০)।

বেনাপোলের পুটখালী ক্যাম্পের সুবেদার আব্দুল জলিল জানান, দুই যুবক মোটরসাইকেলে করে জাল টাকা নিয়ে পুটখালী সড়ক দিয়ে বেনাপোলে যাচ্ছে মর্মে খবর পেয়ে তাদের মোটরসাইকেল থামানো হয়।

তাদের দু’জনের শরীর তল্লাশি করে দুই হাজার জাল টাকা পাওয়া যায়।

আটক যুবকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বেনাপোল পোর্টথানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত বিষয়টি বংলানিউজকে নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মুদ্রা জালিয়াতির মামলা হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এজেডএইচ/বিএসকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।