ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ২ রবি-কর্মী হতাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ২ রবি-কর্মী হতাহত

ঝালকাঠি: ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক রবি-কর্মী নিহত হয়েছেন। তার নাম মেহেদী হাসান সুমন। আহত হয়েছেন হাসান তালুকদার নামে মোটরসাইকেলের অপর এক আরোহী।

মেহেদী হাসান সুমন ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউপির দেউরি গ্রামের মতিন হাওলাদারের ছেলে। আহত যুবক হাসান তালুকদার রাজাপুর উপজেলার দেউলকাঠি গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে।

তারা দু’জনই মোবাইল কোম্পানি রবির বিক্রয় প্রতিনিধি।

জেলার রাজপুর উপজেলার বাড়ই বাড়ি নামক স্থানের ঝালকাঠি-খুলনা মহাসড়কে বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা পুলিশ ও নিহতের স্বজনরা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ওই দুই যুবক রবি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে ঝালকাঠিতে চাকরি করতেন। কোম্পানির মোটরসাইকেল চালিয়ে কাজ শেষে রাতে তাদের ঝালকাঠি শহরে আসার কথা ছিল। কিন্তু বাড়ইবাড়ি নামক স্থানে তাদের গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এক পিক-আপ ভ্যানচালক তাদের উদ্ধার করে রাতে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত হাসান তালুকদারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতের কুয়াশায় কোনো যানবাহনের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
জেএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।