ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেট আইনজীবী সমিতির সভাপতি লালা, সম্পাদক হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
সিলেট আইনজীবী সমিতির সভাপতি লালা, সম্পাদক হোসেন সভাপতি মোহাম্মদ লালা ও সাধারণ সম্পাদক হোসেন আহমদ

সিলেট: সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোহাম্মদ লাল সভাপতি ও হোসেন আহমদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর পৌনে ৪টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. কামরুজ্জামান।

নির্বাচনে ৪৫৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ লালা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মিনহাজ উদ্দিন খান পেয়েছেন ২৫০ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৪৫০ ভোট পেয়ে নির্বাচিত হন হোসেন আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম (আশরাফ) পেয়েছেন ৪২২ ভোট।

এছাড়া প্রথম সহ-সভাপতি পদে মো. সামছুল হক ৬১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শফি আহমদ পেয়েছেন ৫৫৪ ভোট। সহ-সভাপতি-২ পদে জেবুন নাহার সেলিম ৫২১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনোয়ার হোসেন পেয়েছেন ৩৭০ ভোট।

যুগ্ম-সম্পাদকের দু’টি পদে দেলোয়ার হোসেন দিলু ৮শ’ ৭৯ এবং মোহাম্মদ আকমল খান ৫শ’ ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ৬শ’ ৫ ভোট পেয়ে সমাজ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ এজাজ উদ্দিন। ৫শ’ ৪ ভোট পেয়ে সহ-সমাজ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম মিয়া। ৬শ’ ২৫ ভোট পেয়ে লাইব্রেরি সম্পাদক নির্বাচিত হয়েছেন বিকাশ রঞ্জন অধিকারী। ৫শ’ ৬১ ভোট পেয়ে নির্বাচন কমিশনার পদে নির্বাচিত হয়েছেন মো. এমদাদুল হক।

সহকারী নির্বাচন কমিশনারের দু’টি পদে দুইজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বী না থাকায় এ দু’টি পদের গিয়াস উদ্দিন চৌধুরী ও মো. নুরুল আমিন আগেই নির্বাচিত হয়েছেন।

সহ-সম্পাদকের তিনটি পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও দিলরুবা বেগম কাকলী ৬শ’ ৮৭, হোসেইন আহমদ শিপন ৫শ’ ৫১ ও প্রবাল চৌধুরী ৫শ’ ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে আব্দুল গাফফার ৯শ’ ৩২, দীনা ইয়াসমিন ৭শ’ ৮৯, নোমান মাহমুদ ৭শ’ ৪০, বেদানন্দ ভট্টাচার্য ৬শ’ ৫৭, প্রদীপ কুমার ভট্টাচার্য ৬১৮, এএসএম আব্দুল গফুর ৬শ’ ১৬, আক্তার উদ্দিন আহমদ টিটু ৫শ’ ৬৮, একেএম ফকরুল ইসলাম ৫শ’ ৫৮, আব্দুল মুতলিব চৌধুরী ৫শ’ ৩০, ফারুক আহমদ চৌধুরী ৫শ’ ১৬, মিছবাহ উদ্দিন চৌধুরী ৫শ’ ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এনইউ/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।