ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
পঞ্চগড়ে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

পঞ্চগড়: পঞ্চগড়ে জাহানারা বেগম (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার স্বামী শামীম হোসেনকে (৩৬) আটক করেছে পুলিশ।
 বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার জগদল গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক শামীম ওই এলাকার আমীর হোসেন কিসমতের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় এগার বছর আগে পঞ্চগড় সদর উপজেলার জগদল গোয়ালপাড়া এলাকার আমির হোসেন কিসমতের ছেলে শামীম হোসেনের সঙ্গে পঞ্চগড় পিটিআই এলাকার আব্দুর রহমানের মেয়ে জাহানারা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়।

বিয়ের বিছুদিন পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।

এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় জাহানারা বেগমের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে শামীম। এ সময় তাদের সন্তানদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে জাহানারাকে মৃত অবস্থায় পরে থাকতে দেখে শামীমকে আটকে রেখে করে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পঞ্চগড় সহকারী পুলিশ সুপার (সার্কেল) কফিল উদ্দিন ঘটনাস্থলে যান এবং ওই গৃহবধূর স্বামী শামীম হোসেনকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে কফিল উদ্দিন বলেন, নিহত জাহানারার পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।