প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহতের ছেলে কবির হোসেন, হবি শেখ, শিল্পি বেগম ও পারভীন বেগমসহ অনেকে বক্তব্য রাখেন। তারা দ্রুত দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত বছরের ২৭ ডিসেম্বর সকালে খাসজমি দখলকে কেন্দ্র করে কালা মিয়াকে তার বাড়ির সামনে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ২৯ ডিসেম্বর ২৫ জনকে আসামি করে মুকসুদপুর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
আরএ