ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
যশোরে ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

যশোর: যশোরে ট্রাকের ধাক্কায় মুক্তা (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে যশোর-নড়াইল সড়কের রুস্তমপুর
বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুক্তা সদর উপজেলার ভগবতীতলা গ্রামের কামাল হোসেনের ছেলে এবং ঝুমঝুমপুর প্রগতি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে মুক্তা ও তার বান্ধবী জিয়াসমিন রুস্তমপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল।

এ সময় বাল‍ুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে মুক্তা ও জিয়াসমিন গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. কাজল কান্তি মল্লিক বাংলানিউজকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মুক্তার মৃত্যু হয়। আহত জিয়াসমিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিরি আরো জানান, এ ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকসহ হেলপারকে আটক করে। পরে হেলপার বাঘারপাড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা আবু সিদ্দিকীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
ইউজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।