ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রাক চালক খুনের মামলায় নূর হোসেনের ভাতিজা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
ট্রাক চালক খুনের মামলায় নূর হোসেনের ভাতিজা গ্রেফতার

নারায়ণগঞ্জ: বহুল আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাতিজা শাহীন ওরফে ভাতিজা শাহীনকে এক ট্রাকচালককে খুনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে নূর হোসেনের বাড়ির সামনে থেকে শাহীনকে গ্রেফতার করা হয়।

গত ৪ জানুয়ারি রাত ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ শিমরাইল এলাকায় মাহবুবুর রহমান (৩০) নামে এক ট্রাক চালককে ছুরিঘাত ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহীনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মাহাবুবুর রহমান কুড়িগ্রাম জেলার নাকেশরী বলদিটালী গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

সিদ্ধিরগঞ্জে থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল বাংলানিউজকে বলেন, ৪ জানুয়ারি রাত ১টার দিকে কাঁচপুর ব্রিজের নিচে দুর্বৃত্ত মাহাবুবুর রহমানের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নিতে চায়। এ সময় বাধা দিলে তাকে ছুরিঘাত ও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।

পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আল-আমিন (৩২) ও সাবিনা (৩২) নামে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া আল-আমিন গত ৫ জানুয়ারি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে গ্রেফতার হওয়া শাহীন ওরফে ভাতিজা শাহীন জড়িত রয়েছে বলে স্বীকারোক্তি দেওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান এসআই রাসেল।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।