ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় নব্য জেএমবি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
শৈলকুপায় নব্য জেএমবি সদস্য গ্রেফতার শৈলকুপায় নব্য জেএমবি সদস্য গ্রেফতার

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় বছির ওরফে রাসেল (৩১) নামে এক নব্য জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা।

শনিবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার সাধুখালি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়।

রাসেল ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে। তিনি তামিম-সারোয়ার গ্রুপের নব্য জেএমবি সদস্য বলে জানা গেছে।

র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে র‌্যাব সাধুখালি গ্রামে অভিযান চালায়। এসময় রাসেলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।