ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ছাত্রদল সম্পাদকের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
ময়মনসিংহে ছাত্রদল সম্পাদকের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল-ছবি-বাংলানিউজ

ময়মনসিংহ: কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানের মুক্তি দাবিতে ময়মনসিংহে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে নগরীর বিভিন্ন স্থানে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নগরীর নতুন বাজার এলাকায় অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদল নেতা জিএস মাহাবুব, এজিএস রানা ও মহানগর ছাত্রদল নেতা তানভীর আহমেদ রবিন।

পরে জিলা স্কুল মোড়ে এক সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক জসীম উদ্দিন জনি।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা নজরুল, তানজিদ মাহামুদ, রানা গুপ্ত, কামরুল, বাপ্পী মজুমদার, গোবিন্দ রায়, মাহমুদুল হাসান শান্ত, সামি পাটোয়ারী জনি, রাশেদ সিদ্দিকী প্রমুখ।  

একই দাবিতে নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রনেতা সালমান ডুনন, দাউদ রায়হান, রবিন, মনি, জাহাঙ্গীর, সাগর, মুরাদ, জোনাক প্রমুখ।

এছাড়া নগরীর জিলা স্কুল রোড এলাকায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা আলী হাইদার খান রানা, শাহীন আলম, মীর মো. আক্তারুজ্জামান, সোহাগ ও আনন্দমোহন কলেজের ছাত্রদল নেতা রাকিব হোসেন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।