ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিশ্ব মানবিক মর্যাদা দিবসে বরিশালে মানববন্ধন-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
বিশ্ব মানবিক মর্যাদা দিবসে বরিশালে মানববন্ধন-সমাবেশ বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের আয়োজনে মানববন্ধন

বরিশাল: বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের দাবিতে ‘বিশ্ব মানবিক মর্যাদা দিবস’ উপলক্ষে বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের আয়োজনে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে শহরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগের সহযোগীতায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সভাপতি ললিত দাস।

মানববন্ধনে দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন- নাগরিক উদ্যোগের সুপ্রিয় দত্ত, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সদস্য প্রকাশ ভক্ত, চন্দন দাশ, চীনা রানী, দীপালি রানী প্রমুখ।

এ সময় বক্তারা জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে আইন কমিশন সুপারিশ করা প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের জোড় দাবি জানান। পাশাপাশি তারা তাদের অন্য দাবিগুলো উপস্থাপন করেন।  

দাবিগুলোর মধ্যে রয়েছে- দেশের সব দলিত জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে হবে। সব মহানগরী ও পৌরসভাগুলো দলিত জনগোষ্ঠীর আবাসন সমস্যা সমাধানে বিশেষ পরিকল্পনা গ্রহণ এবং অগ্রাধিকার ভিত্তিতে দলিতদের মধ্যে খাস জমি বরাদ্দ দিতে হবে। পরিচ্ছন্নতা কর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের সুরক্ষার সব উপকরণ সরবরাহ করতে হবে। দলিত জনগোষ্ঠীকে বিকল্প পেশায় উৎসাহিত করতে তাদের জন্য কারিগরি প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা প্রবর্তন করতে হবে এবং সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭ 
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।