ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিসিসি নির্বাচনে বাসদের মেয়র প্রার্থী ডা. মনিষা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
বিসিসি নির্বাচনে বাসদের মেয়র প্রার্থী ডা. মনিষা

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডা. মনিষা চক্রবর্তী। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনে বদরুদ্দোজা সৈকত প্রার্থী হবেন।

বাসদের বরিশাল জেলা কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় এ ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাসদের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাসদের বরিশাল জেলা শাখার ২২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ইমরান হাবিব রুমনকে আহ্বায়ক ও ডা. মনিষা চক্রবর্তীকে সদস্য সচিব করা হয়েছে।

৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া বরিশাল জেলা শাখার দ্বিতীয় কাউন্সিলের মাধ্যমে গঠিত এ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ।

পাশাপাশি কাউন্সিলের মধ্য দিয়েই আসন্ন বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ডা. মনিষা চক্রবর্তী এবং জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনে বদরুদ্দোজা সৈকতকে প্রার্থী ঘোষণা করা হয়।

জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমন বলেন, ডা. মনিষা বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। তিনি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মাধ্যমে বাম রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন।

সভায় বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশিদ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি-হোল্ডিং ট্যাক্সসহ সবকিছুর মূল্য বৃদ্ধির মাধ্যমে জনগণ অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। শিক্ষা-চিকিৎসাসহ মানুষের মৌলিক অধিকার আজ বাণিজ্যিক পণ্যে পরিণত করেছে শাসক গোষ্ঠী।

বরিশালে গ্যাস সংযোগ স্থাপন, ভূমিহীনদের মধ্যে খাসজমির অধিকার নিশ্চিত, ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স দেয়া এবং গ্যাস ভিত্তিক শিল্প কলকারখানা নির্মাণ করে কর্মসংস্থান সৃষ্টি এখন সময়ের দাবি।

বরিশালবাসীর সেই আস্থা, ভরসা, ভালোবাসা এবং নগরবাসীর অধিকার আদায়ের প্রত্যয় নিয়েই বাসদের নেতারা আগামী বরিশাল সিটি ও জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে।

বিসিসি’র বিগত ৩টি নির্বাচনে কোনো নারী মেয়র প্রার্থী হননি। আগামী বছরের মাঝামাঝিতে অনুষ্ঠিতব্য চতুর্থ নির্বাচনে অন্য কোনো নারী প্রার্থী না হলে ডা. মনিষা হবেন বিসিসি’র ইতিহাসে প্রথম নারী মেয়র প্রার্থী।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।