ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রিক্রুটিং এজেন্সির মালিক খুনের মূলহোতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
রিক্রুটিং এজেন্সির মালিক খুনের মূলহোতা গ্রেফতার

ঢাকা: রাজধানীর বনানীতে রিক্রুটিং এজেন্সির মালিক সিদ্দিক হোসেন মুন্সি (৫০) হত্যাকাণ্ডের মূলহোতা হেলালকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গুলশানের কালাচাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫টি আগ্নেআস্ত্র উদ্ধার করা হয়।

ডিবির (উত্তর) উপ-কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম জানান, মামলার তদন্তে খুনের পরিকল্পনাকারী হিসেবে হেলালের নাম পাওয়া যায়। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে কালাচাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (০৬ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

গত ১৪ নভেম্বর রাতে বনানীর ৪ নম্বর রোডের বি-ব্লকের ১১৩ নম্বর বাড়ির এমএস মুন্সি ওভারসিজ (রিক্রুটিং এজেন্সি) এর মালিক সিদ্দিক হোসেন মুন্সি (৫০) কে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান (৩৯), মোখলেসুর রহমান (৩৫) ও মির্জা পারভেজ (৩০) গুলিতে আহত হন।

এ ঘটনায় নিহতের স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে ১৫ নভেম্বর সন্ধ্যায় বানানী থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ২৩ নভেম্বর মামলাটি বনানী থানা পুলিশের কাছ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
পিএম/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।