ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৬ ডিসেম্বর ডোমার হানাদার মুক্ত দিবস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
৬ ডিসেম্বর ডোমার হানাদার মুক্ত দিবস ৬ ডিসেম্বর ডোমার হানাদার মুক্ত দিবস

নীলফামারী: বুধবার (০৬ ডিসেম্বর) নীলফামারীর ডোমার হানাদারমুক্ত দিবস।

৭১’র এদিনে ডোমার উপজেলা শক্রমুক্ত হয়। ০৪ ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধারা বোড়াগাড়ী হাসপাতালের উত্তরদিকে হলদিয়াবন ও বুদলিরপাড় গ্রামে অবস্থান নিয়ে পাক সেনাদের প্রতিহত করতে শুরু করেন।

 দু’পক্ষের মধ্যে চলে তুমুল সংঘর্ষ। এতে তিন পাক সেনা মারা যান। গুলিবিদ্ধ হয়ে আহত হন দুইজন মুক্তিযোদ্ধা।

০৫ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা যাতে ডোমারে প্রবেশ করতে না পারেন সেজন্য বোড়াগাড়ী ব্রিজটি বোমা মেরে উড়িয়ে দেয় হানাদার বাহিনী। রাতে বোড়াগাড়ীর উত্তরপাড়ায় পাকবাহিনী হামলা চালিয়ে সাত জন নিরীহ মানুষকে হত্যা করে।

ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার মো. শসসের আলী বাংলানিউজকে বলেন, ০৬ ডিসেম্বর সকালে ডোমার শহরে প্রবেশ করে হানাদার মুক্ত করি। সে সময়ের ৬নম্বর সেক্টর কমান্ডার খাদিমুল বাশারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা বিজয় পতাকা উত্তোলন করে ডোমারকে শত্রুমুক্ত ঘোষণা করেন।

দিবসটি পালনে র‌্যালি, আলেচনাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।