ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা-গাজীপুর থেকে ১৯ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
ঢাকা-গাজীপুর থেকে ১৯ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ৬

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকাসহ সাভার ও গাজীপুরে অভিযান চালিয়ে ১৯টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটকরা হলেন- কালাম (৫৫), ওয়াজেদ আলী (৫৪), আবুল কালাম আজাদ (৫০), মিজানুর রহমান (৩০), রাজন (৩২) ও রাকিব (২৮)।

বুধবার (৬ ডিসেম্বর) দিনগত রাতে ডিবি (দক্ষিণ) বিভাগের একটি টিম তাদের আটক করে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আটক চোর চক্রের সদস্যরা দিনের বেলাতেই পার্কিং ও খোলা জায়গায় রাখা মোটরসাইকেলগুলো বিশেষ কায়দায় চুরি করত। এছাড়াও তারা রাতে বাসার গেটের তালা ভেঙেও মোটরসাইকেল চুরি করত। পরে সেগুলো ইন্ডিয়ান টানা গাড়ি বলে সাধারণ মানুষের কাছে কম দামে বিক্রি করে দিত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

উদ্ধার হওয়া চোরাই মোটরসাইকেলগুলোর মধ্যে কারো চুরি যাওয়া মোটরসাইকেল থাকলে- ০১৭১৩-৩৯৮৬০৩ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির উদ্ধার করা মোটরসাইকেলগুলো হচ্ছে- অ্যাপাচি আরটিআর (১৫০ সিসি, চেচিস নম্বর- MD624HC1XH2D58931), অ্যাশ রঙের এফজেড-এস (১৫০ সিসি, চেচিস নম্বর- ME1RG4425H0028023 (পাঞ্চিং), সাদা রঙের সুজুকি (১০০ সিসি, চেচিস নম্বর- MB8NF4JABF9101986),
লাল-কালো রঙের ডিসকভার (১২৫ সিসি, চেচিস নম্বর- MD2A15BZ4FWC99506), কালো রঙের পালসার (১৫০ সিসি, চেচিস নম্বর- MD2A11CZ8CCJ33233), নীল রঙের হিরো হোন্ডা (১০০ সিসি, চেচিস নম্বর- 04E19F06282), সাদা রঙের অ্যাপাচি আরটিআর (১৫০ সিসি, চেচিস নম্বর- MD624HC12F2B01873), লাল রঙের হিরো স্প্লেন্ডার প্লাস (১০০ সিসি, চেচিস নম্বর- MBLHA10A3E9A0317) কালো রঙের ডিসকভার (১০০ সিসি, চেচিস নম্বর- MD2A14AZ7GWC94586), কালো-নীল রঙের ইয়ামাহা ফেজার (১৫০ সিসি, চেচিস নম্বর- ME1RG444380001062), লাল রঙের হিরো স্প্লেন্ডার প্লাস-(১০০ সিসি, চেচিস নম্বর- MBLHA10EZC9F002), লাল রঙের অ্যাপাচি আরটিআর (১৫০ সিসি, চেচিস নম্বর- MD624HC11E2K43594), লাল রঙের ডিসকভার (১৩৫ সিসি, চেচিস নম্বর- MD2DHGNZZHCK44019), কালো রঙের ডিসকভার (১০০ সিসি, চেচিস নম্বর- MD2A14AZ1FWD92298), নীল রঙের অ্যাপাচি আরটিআর (১৫০ সিসি, চেচিস নম্বর- MD624HC10G2E30055), লাল রঙের ডিসকভার (১০০ সিসি, চেচিস নম্বর- MD2DSPAZZTWK99094), লাল-কালো রঙের ডিসকভার (১০০ সিসি, চেচিস নম্বর- MD2DSPAZZUWA96799),
নীল-কালো রঙের ডিসকভার (১৩৫ সিসি, চেচিস নম্বর- MD2DSJNZZPCL51093) ও ডার্ক ব্লু রঙের অ্যাভেঞ্জার (১৫০ সিসি, চেচিস নম্বর- MD2A85CY1HCB07254)।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
পিএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।