ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে গরু ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
ধামরাইয়ে গরু ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে নিহত ১

ধামরাই, ঢাকা: ঢাকার ধামরাই উপজেলার কালামপুর গরু-ছাগলের হাটে গরু ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে আবুল কালাম (৩৬) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন গরু ব্যবসায়ীসহ দুইটি ট্রাকভর্তি গরু আটক করেছে পুলিশ।

নিহত আবুল কালাম ধামরাই উপজেলার বাটুলিয়া গ্রামের আব্দুল মুন্নাফ আলীর ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।

আটকরা হলেন- মো. চাঁন আলী (৭০), মো. আপেল (৫২), সোনামুদ্দিন (৭৭)।

নিহতের ছোট ভাই জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, তার বড় ভাই আবুল কালামসহ তিনি কালামপুর গরু ছাগলের হাটে গরু কিনতে যান। একটি গরু দামাদামি করার সময় এক হাজার টাকা নিয়ে অপর তিন গরু ব্যবসায়ীর সঙ্গে জসিমের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় তার ভাই আবুল কালাম ঠেকাতে গেলে তাকেও মারধর করে গরু ব্যবসায়ীরা। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ধামরাই থানার উপ-পরির্দশক (এসআই) ভজন রায় বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন গরু ব্যবসায়ী ও ১০-১২টি গরুসহ দুইটি ট্রাক আটক করে।

আবুল কালামের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।