ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার শ্রমিক।

বৃহস্পতিবার ( ০৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শ্রমিকরা হলেন- নওগাঁর ধামরহাট উপজেলার বীরগ্রাম এলাকার উত্তর চোঘাট গ্রামের আমিনুল ইসলামের ছেলে শাকিব ও রাজশাহীর চারঘাট উপজেলার গোয়াবাড়ির সজল (২০)। আহতরা হলেন- মোয়াজ্জেম (২৪), হানিফ(৩০), রাসেল (২৪) ও সাকিল (৩৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় কয়লার দিয়াড় এলাকার আবু তালেবের ইটভাটার পাশে সেবা নামে এক ঠিকাদারের শ্রমিকরা ১১ কেভি বৈদ্যুতিক লাইন সম্প্রসারণের কাজ করছিলেন। এ সময় তারের সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শাকিবের ও পরে সজলের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত আরও চারজন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে দায়িত্বরত মেডিকেল অফিসার কুশল কুমার ব্যান্ধা জানান।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শিবগঞ্জ জোনাল অফিসের এজিএম তুহিন রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, নিহত ও আহতরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী নয়। এরা একজন ঠিকাদারের অধীনে বিদ্যুতের লাইন সম্প্রসারণের কাজ করছিলেন। ঠিকাদারের অসর্তকতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে পল্লী বিদ্যুতের একটি সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
আরবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।