ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে রাবার কাঠ ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
শ্রীমঙ্গলে রাবার কাঠ ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন শ্রীমঙ্গলে রাবার কাঠ ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মৌলভীবাজার: বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের অধীনে শ্রীমঙ্গলে রাবার কাঠ ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের ইসবপুরে নির্মিত এ প্লান্টের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এসময় উপস্থিত ছিলেন- পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, পরিবেশ ও বন মন্ত্রণালায়ের সচিব ইসতিয়াক আহমদ।

উদ্বোধন শেষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।