ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লুটপাটের বিরুদ্ধে আজীবন লড়েছেন মাহবুবুল হক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
লুটপাটের বিরুদ্ধে আজীবন লড়েছেন মাহবুবুল হক স্মরণ সভায় অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: সদ্য প্রয়াত হয়েছেন বাসদ আহ্বায়ক আ ফ ম মাহবুবুল হক। আজীবন লুটপাটের বিরুদ্ধে লড়ে গেছেন তিনি। 

শুক্রবার (০৮ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা ও বাসদ আহ্বায়ক সদ্য প্রয়াত আ ফ ম মাহবুবুল হকের স্মরণসভায় বক্তারা এ কথা বলেন।  

জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এ স্মরণ সভার আয়োজন করে।

এতে সভাপত্বি করেন দলটির ভারপ্রাপ্ত আহ্বায়ক সন্তোষ গুপ্ত।

বক্তারা বলেন, আ ফ ম মাহবুবুল হক এক সময় ছাত্রলীগের কর্মী ছিলেন। পরে তিনি বৈজ্ঞানিক সমাজতন্ত্রে উদ্ধুদ্ধ হয়ে জাসদ ছাত্রলীগে যোগ দেন। আজীবন সৎ পথে থেকে লড়াই করেছেন। তার মতো সাহস নিয়ে আমাদেরও সত্যকে সন্ধান করতে হবে।

তারা বলেন, ৪৬ বছর ধরে ভিন্ন ভিন্ন নামে দেশটাকে লুটে পুটে খাওয়া হচ্ছে। এর থেকে কেউ বাইরে নয়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত যারাই যখন ক্ষমতায় গেছে তারাই লুটে খেয়েছে। এই লুটপাটের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন আ ফ ম মাহবুবুল হক।  

‘যে লড়াই তিনি করে গেছেন সেই লড়াই থেকে শিক্ষা নিয়ে আমরা যদি নিজেদের পথ তৈরী করতে পারি তাহলেই সফল হতে পারবো। ’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- মাহবুবুল হকের বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু অ্যাডভোকেট আবুল কালাম চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, শওকত হোসেন আহমেদ, মইন উদ্দিন চৌধুরী লিটন, আব্দুল্লাহ আল  কাফি রতন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।  
 
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
এমএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।