ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদে নৌকা বাইচ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
কাপ্তাই হ্রদে নৌকা বাইচ নৌকা বাইচ। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই হ্রদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় রাঙামাটি রিজিয়ন ও জেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে।

এতে বিভিন্ন স্থান থেকে ১৫টি নৌকা অংশ নেয়। বড়-ছোট ও সাম্পান তিনটি দলে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাস স্টেশন এলাকায় কয়েক হাজার দর্শক নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে আনন্দ উপভোগ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।

এসময় আরো উপস্থিত ছিলেন- রাঙামাটি রিজিয়ন কমান্ডার গোলাম ফারুক, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান প্রমুখ।

প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দলের চ্যাম্পিয়নদের মধ্যে নগদ টাকা ও ক্রেস্ট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।