ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধাকে হত্যাচেষ্টা মামলায় ৩ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
মুক্তিযোদ্ধাকে হত্যাচেষ্টা মামলায় ৩ জন কারাগারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাটে মুক্তিযোদ্ধা মল্লিক আবু বক্কর সিদ্দিককে কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর সবুর মিয়া এ নির্দেশ দেন। এর আগে বুধবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে আকরাম শেখ (৩৬), একই গ্রামের আনসার শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (৪৮) এবং মহব্বত শেখের ছেলে উকিল শেখ (৩৪)।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বাংলানিউজকে জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বারুইপাড়া বাজার থেকে আকরাম শেখকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মুক্তিযোদ্ধার ওপর হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেন। এছাড়া তার দেওয়া তথ্য অনুযায়ী বারুইপাড়া গ্রাম থেকে জাহাঙ্গীর ও উকিল শেখকে গ্রেফতার করা হয়। এসময় তারা ২০ হাজার টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা আবু মল্লিকের ওপর হামলা করেছেন  বলে স্বীকার করেন। পরবর্তীতে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

১২ নভেম্বর ভোরে বাগেরহাট শহরের খারদ্বার এলাকার মুক্তিযোদ্ধা মল্লিক আবু বক্কর সিদ্দিক ওরফে আবু মল্লিকের বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢুকে তাকে অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এ ঘটনার ৮ দিন পর ২০ নভেম্বর একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ে আরও ৭/৮ জনের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।