ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালপুরে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উঠান বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
লালপুরে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উঠান বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের লালপুরে আশ্রয়ণ প্রকল্প, গরিবের অ্যাম্বুলেন্স ও ভূমি অফিস পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। এসময় একটি বাড়ি একটি খামার প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের বালিতিতা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর একটি বাড়ি একটি খামার প্রকল্প দক্ষিণ লালপুর-২ সমিতির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক শাহিনা খাতুন, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা আদম আলী প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন- সহকারী কমিশানার (ভূমি) মুহা: আবু তাহির, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ, লালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ প্রমুখ।

পরে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদ কার্যালয়, গরিবের অ্যাম্বুলেন্স ও বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিস পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।