ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৯, ডিসেম্বর ২২, ২০১৭
কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ১১৫ পিস ইয়াবাসহ জামিরুল (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শুক্রবার (২২ ডিসেম্বর) দিনগত রাত ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।  

জামিরুল কিশোরগঞ্জ শহরের গাইটাল শিক্ষকপল্লী এলাকার শাহাব উদ্দিনের ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুর রহমান মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে লক্ষ্মীগঞ্জ বাজার এলাকা থেকে ১১৫ পিস ইয়াবাসহ জামিরুলকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।