ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিনিশার আত্মহত্যার রহস্য উদঘাটনে শিক্ষার্থীদের বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
বিনিশার আত্মহত্যার রহস্য উদঘাটনে শিক্ষার্থীদের বিক্ষোভ  নেপালি শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা: রাজধানীর ভাটারায় পাইওনিয়ার ডেন্টাল কলেজের নেপালি শিক্ষার্থী বিনিশার আত্মহত্যাকে রহস্যজনক বলে দাবি করেছেন বাংলাদেশে অবস্থানরত অন্য নেপালি শিক্ষার্থীরা। আর এই রহস্য উদঘাটনের দাবিতে বিক্ষোভ করছেন তারা। 

ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যায়নরত নেপালি শিক্ষার্থীরা শনিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে পাইওনিয়ার ডেন্টাল কলেজে জড়ো হয়ে এ  বিক্ষোভ কর্মসূচি পালন  করছেন।

এ সময় শিক্ষার্থীরা আত্মহত্যার রহস্য উদঘাটন করে সঠিক বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে ২১ ডিসেম্বর একই দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন কলেজের সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন ডাক্তাররা।

শিক্ষার্থীরা জানান, পরীক্ষায় খারাপ কিংবা যে কোনো ভুলের জন্য কলেজ কর্তৃপক্ষ তাদের কাছ থেকে বাড়তি অর্থ আদায় করেন। এ আতঙ্কের কারণেই বিনিশা আত্মহত্যা করেছেন।

এদিকে, পাইওনিয়ার ডেন্টাল কলেজ কর্তৃপক্ষ বিনা নোটিশে ফাইনাল অ্যাসেসমেন্টসহ সকল ধরণের পরীক্ষা এবং ক্লাশ বন্ধ করেছে। শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগে বাধ্য করেছে।

গত ১৯ ডিসেম্বর টার্ম-২ পরীক্ষা চলাকালীন অবস্থায় হল থেকে বেরিয়ে হোস্টেলের নিজ কক্ষে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিনিশা। খবর পেয়ে ওই দিনই দুপুরে ঝুলন্ত অবস্থায় বিনিশার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভাটারা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।  

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
পিএম/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।