ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

বিষখালী নদী থেকে ১০ মণ জাটকাসহ ১৪ জেলে আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১১, ডিসেম্বর ২৩, ২০১৭
বিষখালী নদী থেকে ১০ মণ জাটকাসহ ১৪ জেলে আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটার বিষখালী নদী থেকে ১০ মণ জাটকা, জাল ও ট্রলারসহ ১৪ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে লালদিয়ার চরের দক্ষিণে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট অনিক বাংলানিউজকে জানান, সন্ধ্যায় বিষখালী নদীতে অভিযানকালে লালদিয়ার চরের দক্ষিণ দিকে মাছ ধরার সময় এফবি আরাফাত নামে একটি ট্রলারে তল্লাশি করা হয়।

এসময় ওই ট্রলারে থাকা প্রায় ১০ মণ জাটকা, জালসহ ১৪ জন জেলেকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত জাটকা গরীব ও অসহায়দের মধ্যে বিতরণ করা হবে এবং আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।