ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

পাওনা টাকা না দেওয়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, ডিসেম্বর ২৩, ২০১৭
পাওনা টাকা না দেওয়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

সাভার, ঢাকা: পাওনা টাকা না দেওয়ায় সাভারে স্বামী ও স্ত্রীকে পিটিয়ে জখম করেছে এক পাওনাদার।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

মজিবর খান (৩৮) ও লাকি বেগম (৩০) দম্পতি ওই মহল্লার একটি ভাড়া বাড়িতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ ডিসেম্বর অটোরিকশা চালক মজিবরের স্ত্রী লাকি প্রতিবেশী তুষারের কাছ থেকে ১ হাজার টাকা ধার নেন। শনিবার পাওনা টাকা চাইলে লাকি দিতে না পারায় স্বামী মজিবরের ওপর চওড়া হন তুষার। একপর্যায়ে মজিবরকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন তিনি। এসময় লাকি তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও তুষারসহ অজ্ঞাত কয়েকজন পিটিয়ে জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।