ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সীমান্তের রোহিঙ্গাদের এক সপ্তাহের মধ্যে সরিয়ে আনা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
সীমান্তের রোহিঙ্গাদের এক সপ্তাহের মধ্যে সরিয়ে আনা হবে বক্তব্য রাখছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের শিকার হয়ে বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত রোহিঙ্গাদের এক সপ্তাহের মধ্যে সরিয়ে আনা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবুল হোসেন।

রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারে বাহিনীর সদস্যদের জন্য চালু হওয়া সীমান্ত ব্যাংকের দুই শাখার উদ্বোধনকালে তিনি এ কথা জানান। ব্যাংকের চেয়ারম্যান ও বিজিবি ডিজির সঙ্গে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংক পরিচালক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেজর জেনারেল আবুল হোসেন বলেন, নাইক্ষ্যংছড়ি সীমান্তে এখনো কিছু রোহিঙ্গা রয়েছে। তাদের এই মুহূর্তে ক্যাম্পে পাঠানো সম্ভব হচ্ছে না। কারণ ক্যাম্পে ডিপথেরিয়া ভাইরাস ছড়িয়ে পড়েছে। তবে তাদের এক সপ্তাহের মধ্যে কুতুপালং ক্যাম্পে স্থানান্তর করা হবে।

অনুষ্ঠানে জানানো হয়, সাধারণ মানুষের অর্থনৈতিক কল্যাণে বিজিবি পরিচালিত সীমান্ত ব্যাংকের কার্যক্রম প্রতিটি সীমান্ত এলাকায় সম্প্রসারণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।