ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ফেনসিডিলসহ ট্রাফিক পুলিশ আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, ডিসেম্বর ২৬, ২০১৭
ফরিদপুরে ফেনসিডিলসহ ট্রাফিক পুলিশ আটক

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় ফেনসিডিলসহ শেখ আজম (৩৫) নামের এক ট্রাফিক ইন্সপেক্টরকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে মধুখালী থানায় সোপর্দ করা হয়। 

তিনি নড়াইল জেলার লোহাগাড়া থানার পাঁচুরিয়া গ্রামের মো. আলী আহম্মদ শেখের ছেলে।  

জানা গেছে, আজম মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মোটরসাইকেলযোগে ঝিনাইদহ থেকে ফরিদপুর যাচ্ছিলেন।

ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় দুর্ঘটনা হলে মোটরসাইকেলের সাইড বক্স ভেঙে ৩৯ বোতল ফেনসিডিল সড়কের উপর ছড়িয়ে পড়ে।  

এসময় তিনি পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে মধুখালী থানায় হস্তান্তর করে।  

পুলিশ তার মোটরসাইকেল তল্লাশি করে আরও ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে।  

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, আজম নিজেকে ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি ঝিনাইদহে কর্মরত আছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
 
বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।