ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক ৩

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়গ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদের উপ-নির্বাচন চলাকালে জাল ভোট দেওয়ার অভিযোগে দুটি কেন্দ্র থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পশ্চিম দলিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও গনেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সৌখিন (১৫) ও লিজু (২৫)।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সকাল ৮টা থেকে ইউনিয়নের নয়টি কেন্দ্রে চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য ভোট কেন্দ্রগুলোতে একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, আনছার, বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।