বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে পৌর শহরের ফায়ার সার্ভিস স্টেশনের মোড়ে পানি সাপ্লাইয়ের পাইপ ফেটে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়।
পৌরসভার পানি সরবরাহ শাখার সহকারী প্রকৌশলী কামরুল হাসান বাংলানিউজকে জানান, শহরের ফায়ার সার্ভিসের স্টেশন সংলগ্ন এলাকায় মাটি খোড়ার কাজ চলছে।
কামরুল হাসান বলেন, মূল লাইনের পাইপ ফেটে যাওয়ায় গোটা শহরের সার্ভিসই বন্ধ রাখতে হয়েছে।
ট্রাকটির সরানোর কাজ শুরু হয়েছে। ট্রাকটি সরানো গেলে দুই ঘণ্টার মধ্যে মেরামত কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলেও জানান কামরুল হাসান।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এমএস/ওএইচ/