বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহাদৎ খন্দকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মানিক মিয়া ওই এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।
জেলা মাদকদ্রব্য অধিদফতরের ইনচার্জ সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, বেশ কিছুদিন ধরে মানিক মিয়া চর বারইল এলাকার বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
পরে ইউএনও মোহাম্মদ শাহাদৎ খন্দকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
ওএইচ/