শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রেসক্লাবের ৯৬জন সদস্যেদর মধ্যে ৯১জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ১৮ পদের মধ্যে ১৫ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতারা হলেন- সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন তিতু, দফতর সম্পাদক এম এ আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জিব দাস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক মঞ্জুয়ারা স্বপ্না, ক্রীড়া সম্পাদক জাকির হোসেন ও ছয় কার্যনির্বাহী সদস্য পদে মো. শফিকুল ইসলাম মনি, সেবানন্দ বিশ্বাস, হাসানুজ্জামান, মফিজুর রহমান শিপন, সুজাউজ্জামান জুয়েল ও মো. মুইজ্জুর রহমান রবি।
নির্বাচনে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এতে সহ-সভাপতি পদে ৭২ ভোট পেয়ে বিল্লাল হোসেন, ৬৭ ভোট পেয়ে কামরুজ্জামান সোহেল ও ৫৫ ভোট পেয়ে সাজ্জাদ হোসেন রণি নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে মাহবুবুল ইসলাম পিকুল ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে অপর তিন প্রতিদ্বন্দ্বীর মধ্যে মশিউর রহমান খোকন ১৫ ভোট পেয়েছেন।
সহ সাধারণ সম্পাদক পদে শেখ মনির হোসেন ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার জাহিদ পেয়েছেন ৩০ ভোট।
অধ্যাপক মিজানুর রহমান মানিক নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মফিজ ইমাম মিলন ও এম এ সালাম।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
ওএইচ/